ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো উপজেলা নির্বাচন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৪০, ৮ মে ২০২৪

সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো উপজেলা নির্বাচন

ছবি : মেসেঞ্জার

প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৩৯ টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার ( মে) সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিভিন্ন স্থানে গোলাগুলি, সংঘর্ষ, ভোটগ্রহণ স্থগিত, প্রিজাইডিং কর্মকর্তা আটক সহ নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে দেশের কোথাও বড় ধরনের কোনো সহিংসতা হয়নি।

সারা দেশে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। দুপুর ১২ টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ৪ টায় ভোট প্রদান শেষে ৩০-৪০ শতাংশ হতে পারে বলে জানান নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (৮ মে) দুপুরের দিকে সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমাদের মাঠ পর্যায় থেকে জানানো হয়েছে। একেক জায়গায় একেকরকম ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষে ৩০-৪০ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচন চলাকালে পুলিশ সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটে।

এদিকে, ভোটে অনিয়মের অভিযোগে কিছু জায়গায় প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের আটকের মতো ঘটনাও ঘটেছে।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেই সারাদেশে কম ভোটার উপস্থিতি নিয়েই প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।

প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে।

এই ধাপে মোট হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।

এর মধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, উপজেলার জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন প্রার্থী।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে কিছু উপজেলায় মামলা জটিলতা বৈধ প্রার্থীর মৃত্যুর ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরবর্তীতে সেসব পরিষদে ভোটগ্রহণ হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

মেসেঞ্জার/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768