ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

বঙ্গোপসাগরে লবণবাহী ১৬ ট্রলার ডুবে নিখোঁজ ৭২ জন, উদ্ধার ১৮

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:৩৬, ৮ মে ২০২৪

বঙ্গোপসাগরে লবণবাহী ১৬ ট্রলার ডুবে নিখোঁজ ৭২ জন, উদ্ধার ১৮

ছবি : মেসেঞ্জার

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারার উপকূলে লবণবাহী ১৬ ট্রলার ডুবে ৭২ জন মাঝি-মাল্লা শ্রমিক নিখোঁজ রয়েছে।

বুধবার ( মে) ভোরে বঙ্গোপসাগরে চট্টগ্রামের আনোয়ারার উপকূলের চার নটিক্যাল মাইল দূরে শঙ্খ নদীর মোহনায় দূর্ঘটনা ঘটে। ঘটনায় চারটি ট্রলারের ১৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড নৌ পুলিশ।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী, মহেশখালী কুতুবদিয়া থেকে ১৬ ট্রলার লবণবোঝাই প্রায় ৩০ হাজার মণ লবণ নিয়ে চট্টগ্রাম শহরের মাঝিরঘাট যাচ্ছিল। পথে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে পৌঁছলে কালবৈশাখী দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো। এতে একের পর এক ট্রলারগুলো ডুবে যায়।

খবর পেয়ে কোস্ট গার্ড নৌ-পুলিশ চার ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা শ্রমিক উদ্ধার করে। নিখোঁজ অন্যান্যদের উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড নৌ পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন, এমভি আল্লাহর দান ট্রালের মাঝি জিয়া উদ্দিন, এমভি তৌফিক ইলাহির মাঝি মানিক মানিক, নুরুল আমিন, মোহাম্মদ আলী, মোহাম্মদ মানিক, মনসুর উদ্দিন, বদি আলম, আবু হানিফ, জাবেদ আহমেদ, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আহিম, সোহেল মিয়া।

তারা বাঁশখালী উপজেলা কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী চকরিয়া উপজেলার বাসিন্দা।

বার আউলিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় চারটি ট্রলারের উদ্ধার হওয়া ১২ জন আমাদের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চারজন কোস্ট গার্ড স্টেশনে আছে। বাকি ট্রলার সহ নিখোঁজদের উদ্ধার কাজ চলমান রয়েছে।

মেসেঞ্জার/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768