ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

৫ ঘন্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ৯ মে ২০২৪

৫ ঘন্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ

ছবি : মেসেঞ্জার

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে লাইনচ্যুত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। প্রায় ৫ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ঘন্টা উদ্ধার কাজ শেষে বৃহস্পিতবার সকাল আটটা দশ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনায় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

এর আগে লালমনিরহাটের বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহি আন্ত:নগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস।

পথিমধ্যে রাত তিনটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ট্রেনের চাকার যান্ত্রিক ত্রুটির কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

মেসেঞ্জার/শাহীন/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768