ঢাকা,  সোমবার
২০ মে ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি   

প্রকাশিত: ১৮:০৮, ৯ মে ২০২৪

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

"স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টি গুণে” এ প্রতিপাদ্যে কে সামনে রেখো ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ মে) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জানান, নিরাপদ খাদ্য মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ন, শিশু বয়সেই আমরা যদি তাদের সঠিক উপায়ে পুষ্টি সম্পন্ন খাদ্য দিতে পারি তাহলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

আমাদের সমাজে অনেক শিশু সময়মতো পুষ্টিকর খাবারের অভাবে নানা রোগে ভূগতে থাকে। এইজন্য সমাজে যারা বৃত্তবান মানুষ রয়েছে তাদের এ ক্ষেত্রে আগিয়ে আসার আহবান জানানো হয়। 

সভায় অতিরিক জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবির ও সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান মোঃ সিদ্দিকুর রহমান সহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/নাজিম/তারেক

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768