ঢাকা,  সোমবার
১৩ মে ২০২৪

The Daily Messenger

হিট অ্যালার্টের সময় বাড়লেও স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৬:৫৪, ২৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:০১, ২৮ এপ্রিল ২০২৪

হিট অ্যালার্টের সময় বাড়লেও স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি এবং চলমান তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ ছুটিসহ দীর্ঘ বিরতির পর দেশের সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ খুলেছে।

তবে তীব্র গরমের মধ্যে স্কুল খোলার পর সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেক অভিভাবক।

এদিকে, রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে হিট অ্যালার্ট আরও ৭২ ঘণ্টা বাড়িয়েছে আবহাওয়া অফিস।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, এক শিফটে চলা প্রাথমিক বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটের স্কুলের ক্ষেত্রে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি হবে না।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700