ঢাকা,  শনিবার
১৮ মে ২০২৪

The Daily Messenger

পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বিডিইউতে স্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ৫ মে ২০২৪

আপডেট: ১৭:১২, ৫ মে ২০২৪

পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বিডিইউতে স্বাক্ষর কর্মসূচি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশ নেন বিডিইউয়ের শিক্ষকরা। ছবি: ডেইলি মেসেঞ্জার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ) পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে স্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৫ মে) বিডিইউতে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, অষ্টম জাতীয় বেতনস্কেল সংশোধনের দাবিতে আন্দোলনকালে প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে বিডিইউ শিক্ষক সমিতি।

বিডিইউ শিক্ষক সমিতির সকল সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এই স্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। শিক্ষকরা অবিলম্বে এই বৈষম্যমূলক ও একপেশে সিদ্ধান্ত বাতিল এবং অষ্টম জাতীয় বেতনস্কেল প্রবর্তনের সময়ে কৃত প্রতিশ্রুতি মোতাবেক সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেলের বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মেসেঞ্জার/হাওলাদার

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768