ঢাকা,  শনিবার
১৮ মে ২০২৪

The Daily Messenger

হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কতটুকু সম্ভাবনা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৫:৩৪, ৫ মে ২০২৪

হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কতটুকু সম্ভাবনা

ছবি : সংগৃহীত

টানা সাত মাস ধরে চলা হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। মধ্যস্থতাকারী এসব দেশের আমন্ত্রণে বর্তমানে মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছে হামাসের একটি প্রতিনিধি দল। সেখানে তারা জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে রোববার (৫ মে) এক উচ্চপদস্থ আরব কর্মকর্তা বলেছেন ‘চুক্তিটি অত্যাসন্ন’। অর্থাৎ খুব শিগগিরই যুদ্ধবিরতি হবে। তবে এই কর্মকর্তা আবার সঙ্গে বলেছেন, ‘দুই পক্ষই ১৮০ ডিগ্রি ঘুরে যেতে পারে এবং আগের অবস্থানে ফিরে যেতে পারে।”

তিনি বিষয়টি বিশ্লেষণ করে বলেছেন, “ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাস নেতাদের ব্যক্তিগত হিসাব-নিকাশ এই চুক্তি ভেস্তে দিতে পারে।”

এই কর্মকর্তা সতর্কতা দিয়ে বলেছেন, “নেতানিয়াহু, তার রাজনৈতিক স্বার্থে চুক্তিটি প্রত্যাখ্যান করতে পারেন। এমনকি হামাসের দেওয়া প্রস্তাব ইসরায়েলিদের দাবি-দাওয়া পূরণ করলেও নেতানিয়াহু এটি প্রত্যাখ্যান করতে পারেন।”

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে যদি তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরে রাজি হয় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করে দিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

তবে নাম গোপন রাখা এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তারা যুদ্ধ বন্ধ করে দিতে রাজি হননি এবং অন্য কারও কথায় যুদ্ধ বন্ধ করবেনও না।

এই কর্মকর্তা আরও বলেছেন, হামাস শর্ত দিয়েছে যদি ইসরায়েল তাদের জিম্মিদের মুক্ত করতে চায় তাহলে স্থায়ী যুদ্ধবিরতি করতে হবে। আর এই বিষয়টি নিয়ে তাদের অনড় অবস্থানের কারণে চুক্তিটি হুমকির মুখে পড়ে গেছে।

মেসেঞ্জার/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768