ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক রয়েছে সরকারের : রিজভী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৪২, ২০ এপ্রিল ২০২৪

ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক রয়েছে সরকারের : রিজভী

ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক রয়েছে সরকারের বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ইসরায়েলি ফ্লাইট ঢাকায় অবতরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির সিনিয়র নেতা।

শনিবার (২০ এপ্রিল) নয়া পল্টনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচিতে তিনি এসব অভিযোগ করেন।

এদিন সকাল সাড়ে ১০টার পর থেকে সারা দেশে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহানগর উত্তর দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন। মিছিলের অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা।

এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে পড়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিরোধী দলের ওপর নির্যাতন করছে। গণতন্ত্র চায়, বিএনপিসহ এমন সব রাজনৈতিক দলের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার।

তিনি বলেন, গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না। সরকার পতনের এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।

রিজভী আরও বলেন, চোরাবালিতে আটকে আটকে গেছে সরকার, যেকোনো সময়ই পতন হবে।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700