ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৮:৩৭, ৫ মে ২০২৪

দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। চট্টগ্রামে গত পরশু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আউট হয়েছে রান করে। তবে টিম ম্যানেজমেন্ট তার ওপরে আস্থাই রাখছে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একাদশে আছেন তিনি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ। লিটনের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন অভিষেকে দুর্দান্ত ফিফটি করে দলকে জেতানো তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামবেন শান্ত। মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলীর মতো তারকা ব্যাটাররা। রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানের মতো দুই স্পিন বোলিং অলরাউন্ডার আছেন স্বাগতিকদের একাদশে। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফউদ্দিন। দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরাটা সাইফউদ্দিন দারুণভাবে রাঙিয়েছেন গত পরশু।

জিম্বাবুয়ে তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। শন উইলিয়ামস, ওয়েলিংটন মাসাকাদজা রায়ান বার্ল বাদ পড়েছেন। মাসাকাদজা প্রথম ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন। একাদশে এসেছেন জোনাথন ক্যাম্পবেল, আইনসলে এনদোলভু তাদিওয়ানাশে মারুমানি। যার মধ্যে ক্যাম্পবেলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, লুক জংগুয়ে, আইনসলে এনদোলভু, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা

মেসেঞ্জার/হাওলাদার

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768