ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

৫০ রানের আগে জিম্বাবুয়ের ৫ উইকেট ফেলল বাংলাদেশ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৯:২৭, ৫ মে ২০২৪

৫০ রানের আগে জিম্বাবুয়ের ৫ উইকেট ফেলল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ের রীতিমতো নাভিশ্বাস তুলছেন তিনি।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরই মধ্যে জিম্বাবুয়ের একটি তুলে নিয়েছেন।

সাইফউদ্দিনের মতো তাসকিন আহমেদও পেয়েছেন উইকেটের দেখা। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রানের চাকা সচল রাখতে হিমশিম খাচ্ছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.২ ওভারে ৫ উইকেটে ৪২ রান করেছে সফরকারীরা।

টস হেরে ব্যাটিং পাওয়া জিম্বাবুয়ের দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও জয়লর্ড গাম্বি বেশ হাসফাস করতে থাকেন প্রথম থেকেই। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জিম্বাবুয়ে প্রথম তিন ওভারে যোগ করে  ৭ রান।

সেখানে  শরীফুল ইসলাম দুই ওভারে দেন ৫ রান। ১ ওভার বোলিংয়ে ১ রান দেন শেখ মেহেদী হাসান।  দলীয় ১৫ রানে ভেঙে যায় জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি। নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

চতুর্থ ওভারের শেষ বলে মারুমানিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাসকিন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নেন শান্ত। মারুমানি করেন ৪ বলে ২ রান। রিভিউ দেখে আউট ঘোষণা করেন আম্পায়ার। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) ১ উইকেটে ২২  রান করে জিম্বাবুয়ে।

পাওয়ার প্লে শেষ হতে না হতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। অষ্টম ওভারের প্রথম বলে সাইফউদ্দিনকে তুলে মারতে যান গাম্বি। এজ হওয়া বল মিড অফে ধরেছেন শান্ত। গাম্বি করেন ৩০ বলে ১৭ রান।

৩০ রানে ২ উইকেট হারানোর পর চারে ব্যাটিংয়ে নামেন সিকান্দার রাজা। তবে জিম্বাবুয়ে অধিনায়ক ৮ বলে ৩ রান করে আউট হয়েছেন। দশম ওভারের  প্রথম বলে রিশাদ হোসেনকে কাভার দিয়ে উড়িয়ে মারতে যান রাজা। ডিপ এক্সট্রা কাভারে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন শান্ত।

দশম ওভারেই জোড়া ধাক্কা দিয়েছেন রিশাদ। একই ওভারের তৃতীয় বলে কাভার ড্রাইভ করতে যান ক্লাইভ মাদান্দে। এজ হওয়া বল স্লিপে ধরেন তানজিদ হাসান তামিম। দুই বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মাদান্দে।

১১তম ওভারের প্রথম বলে মেহেদী হাসানকে চার মারেন ক্রেগ আরভিন। পরের বলে রিভার্স সুইপ করতে গেলে ডিপ এক্সট্রা কাভারে সহজ ক্যাচ ধরেন লিটন দাস। ৪২ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন জোনাথন ক্যাম্পবেল। 

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ক্যাম্পবেল অবশ্য আউট হয়ে যেতে পারতেন তাড়াতাড়ি। একই ওভারের পঞ্চম বলে স্লগ সুইপ করতে যান ক্যাম্পবেল। তবে আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করতে পারেননি বাংলাদেশ উইকেটরক্ষক জাকের আলী অনিক।

মেসেঞ্জার/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768