ঢাকা,  রোববার
১৯ মে ২০২৪

The Daily Messenger

১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ২০:১৩, ৫ মে ২০২৪

আপডেট: ২০:২৬, ৫ মে ২০২৪

১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: ইএসপিএন ক্রিকইনফো

প্রথম ইনিংসে টপ অর্ডার ব্যর্থতায় আরও একবার অলআউটের শঙ্কায় পড়েছিল জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানের সংগ্রহ করে সিকান্দার রাজারা। ফলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৯ রান।

রোববার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল জিম্বাবুয়ে।

শুরুতে নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে জনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেটের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। তাতেই লড়াইয়ের পুঁজি পায় দলটি। শেষ পর্যন্ত ব্যাটিং করে বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দলটি।

অভিষেকে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলে করেন ৪৫ রান। মাত্র ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় এই রান করেন তিনি। বেনেট খেলেন হার না মানা ৪৪ রানের ইনিংস। ২৯ বলের ইনিংসটি সাজান ২টি চার ও ৩টি ছক্কায়। বাংলাদেশের হয়ে ১৮ রানের খরচায় ২টি উইকেট নেন তাসকিন। ৩৩ রানের বিনিময়ে ২টি শিকার ধরেন রিশাদ।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৮/৭ (গুম্বি ১৭, মুরামানি ২, আরভিন ১৩, রাজা ৩, মাদান্দে ০, বেনেট ৪৪*, ক্যাম্পবেল ৪৫, জংবি ২, এনডলোভু ৫; শরিফুল ১/২৬, মেহেদী ১/১৮, তাসকিন ২/১৮, সাইফউদ্দিন ১/৩৭, রিশাদ ২/৩৩)।

মেসেঞ্জার/হাওলাদার

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768