ঢাকা,  সোমবার
১৩ মে ২০২৪

The Daily Messenger

দুর্নীতিতে জড়ানোর প্রমাণ পেলেই বরখাস্ত : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৬, ২৮ এপ্রিল ২০২৪

দুর্নীতিতে জড়ানোর প্রমাণ পেলেই বরখাস্ত : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পঞ্চগড়ে কর্মকর্তাদের দুর্নীতিতে জড়ানোর প্রমাণ পেলে ব্যবস্থা, প্রয়োজনে বরখাস্ত করা হবে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কথা বলেন ভূমিমন্ত্রী।

সময় তিনি আরও বলেন, দেশের মানুষ সহজ-সরল। তারা অফিসগুলোতে কাজ করতে এসে তৃতীয় পক্ষের মাধ্যমে যান এবং প্রতারণার শিকার হন। ছাড়া অফিসের তৃতীয় চতুর্থ শ্রেণির কিছু কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়ান এবং অনেক সময় কর্মকর্তারাও জড়ান। আমরা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখছি। তবে এর প্রমাণ পেলে আমরা বরখাস্ত করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

মন্ত্রী ভূমি সংক্রান্ত বিষয়ে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদেরও আহ্বান জানান।

সময় ভূমি রেকর্ড জরিপ অধিদফতরের মহাপরিচালক আনিস মাহমুদ, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল কর্মকর্তা সামসুল আজম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/হাওলাদার

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770