ঢাকা,  শুক্রবার
১৭ মে ২০২৪

The Daily Messenger

অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসায়ীদের বিচার চায় ক্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১২:১৬, ২ মে ২০২৪

অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসায়ীদের বিচার চায় ক্যাব

ছবি : মেসেঞ্জার

অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসাকে সুরক্ষা দিতে বারবার দাম বৃদ্ধি করা হচ্ছে উল্লেখ করে জ্বালানির ক্ষেত্রে সুবিচার দাবী করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বৃহস্পতিবার (২ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তা যেন সঠিক দাম, মাপ ও মানে বিদ্যুৎ, জ্বালানি ও নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের সকল পর্যায়ে স্বচ্ছতা, ন্যায্যতা, সমতা, যৌক্তিকতা ও জবাবদিহি তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণ ও জ্বালানি সুবিচারের পরিপন্থী হওয়ায় দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান) আইন ২০১০ রদ করতে হবে এবং বিইআরসি আইন ২০০৩ সংশোধনক্রমে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার নির্ধারণের একক এখতিয়ার বিইআরসি'কে ফিরিয়ে দিতে হবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।

মেসেঞ্জার/দিশা

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770