ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

মেহেরপুরে জাল দলিল করার অপরাধে একজনের ২ মাস কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ১৮ জানুয়ারি ২০২৪

মেহেরপুরে জাল দলিল করার অপরাধে একজনের ২ মাস কারাদণ্ড

ছবি : মেসেঞ্জার

মেহেরপুরে জাল দলিল করার অপরাধে আশরাফুল আলম নামের একজনকে মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রামমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সরকারি কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডিত আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার একটি দাগে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। দলিল নং ৩২৬৭/২২। পরে জাল দলিলটি নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নাম খারিজ করতে আসেন।

সাব-রেজিস্টারের স্বাক্ষর দেখে সন্দেহ হলে, দলিলটি যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে জানতে পারি আশরাফুলের দাখিলকৃত দলিলটি জাল।

তিনি আরও জানান, আজ আশরাফুলের নাম খারিজের শুনানি ছিলো। জেরার মুখে সে তার অপরাধ স্বীকার করায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধির ২৯১ ধারায় তাকে মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মেসেঞ্জার/মাহাবুব/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700