ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

রমজানে বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে পণ্যের মূল্য নির্ধারণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ১১ মার্চ ২০২৪

আপডেট: ১৫:৪১, ১১ মার্চ ২০২৪

রমজানে বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে পণ্যের মূল্য নির্ধারণ

ছবি : মেসেঞ্জার

আসন্ন পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কৃষি বিপণন কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। 

এসময় বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, জেলা কৃষি বিপনন কর্মকর্তা রতন কুমার রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় নিত্যপন্যের বাজারমুল্য সঠিক রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

মেসেঞ্জার/ মামুন/শাহেদ

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700