ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

‘দুধ দিয়ে ইউপি কার্যালয় ধৌত’ করা চেয়ারম্যানের নির্বাচনী ইশতেহার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ২০ মার্চ ২০২৪

‘দুধ দিয়ে ইউপি কার্যালয় ধৌত’ করা চেয়ারম্যানের নির্বাচনী ইশতেহার

ছবি : মেসেঞ্জার

নীলফামারী ডিমলায় ‌‘দুধ দিয়ে ইউপি কার্যালয় ধুয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণশিরোনামে ডেইলি মেসেঞ্জারসহ একাধিক অনলাইন প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশের পর সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করা হলে সরেজমিনে এসে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করেছেন প্রতিনিধি দল। এতে টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে ঘটনার সত্যতা মিলেছে।

অভিযুক্তরা হলেন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, শুটিবাড়ী বাজারের চশমা ব্যবসায়ী মিজানুর রহমান, সেচ্ছাসেবকদলের টেপাখড়িবাড়ী ইউনিয়নের সভাপতি জামিনুর রহমান, মৃত আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন, পণ্ডিতপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে বেলাল হোসেন, মতির বাজারের ওষুধ ব্যবসায়ী দেলোয়ার হোসেন, মতির বাজারের কাঠমিস্ত্রি রমজান, নাজমুল ইসলাম, শাহিনুর রহমান ওই ভিডিওতে কালো টি-শার্ট পরিহিত শাহাদুল ইসলাম দক্ষিণ খড়িবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ইউআরটিআরসিই, ব্যানবেইস উপজেলা সহকারী প্রোগ্রামার রেদওয়ানুল রহমান, উপজেলা উন্নয়ন সহায়ক কর্মকর্তা বিভা রায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার নাজিমুল ইসলামের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রতিবদনে বলা হয়েছে, ‘’টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ ১৩৮ জন ইউনিয়নবাসী গাভীর দুধ তথা খাদ্য অপচয় করায় ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিনসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর লাইভ, সংবাদপত্র সরেজমিনে তদন্ত করে জানা গেছে দুধ দিয়ে ইউনিয়ন পরিষদ ভবন ধৌত করা নবনির্বাচিত চেয়ারম্যানের নির্বাচনী মৌখিক ইশতেহার ছিল।

সেই লাইভ ভিডিও মহল্লাদারগণকে দেখালে তারা সকলকে চিনতে পারেন। নম্বর অভিযুক্ত মিজানুর রহমান পরিষ্কার করার যন্ত্র নিয়ে আসেন। ফৌজদারী মামলায় পালাতক আসামি জামিনুর রহমান বালতি নিয়ে আসে, বালতিতে জয়নাল আবেদীন দুধ ঢেলে দেয়। এবং লাইভটি পরিচালনা করে নম্বর অভিযুক্ত মিজানুর রহমান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, “স্থানীয় ব্যবসায়ি আমির আলীর কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি বলেন, দুধ দিয়ে ইউপি ভবন ধৌত করা, নবনির্বাচিত চেয়ারম্যানের নির্বাচনি মৌখিক ইশতেহার। ঘটনার সময় স্থানীয় জনগন বাধা দেয়, অভিযুক্তগণ কথা শোনে নাই, এজন্য তারা পরেরদিন চেয়ারম্যান মহোদয়ের অভিষেক অনুষ্ঠানে অংশ নেয় নাই।

নম্বর অভিযুক্ত রমজান আলী মতির বাজারে কাঠের আসবাবপত্র ব্যবসায়ী ঘটনার বিবরনে বলেন, ১৮ নভেম্বর, ২০২৩ আমার পূর্বপরিচিত নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সাহিন, আমাকে আসবাবপত্র মেরামত করার জন্য অনুরোধকরলে ঘটনার দিন আমি আসবাবপত্র মেরামত করার জন্য ইউনিয়ন পরিষদে যাই। চেয়ারম্যান মহোদয়ের অফিস কক্ষে আমার কাজ চলমান থাকা অবস্থায়, শটিবাড়ী বাজারের চশমা ব্যবসায়ী মিজানুর রহমান ( নম্বর অভিযুক্ত)পরিস্কার করার যন্ত্রটি নিয়ে আসেন।

এছাড়াও দফাদার, মহল্লাদার, স্থানীয় জনসাধারণ ব্যবসায়ীগণের সাথে কথা বলে জানা গেছে, ইউ.পি গাভীর দুধ দিয়ে ধৌত/ গাভীর দুধ ঘটনার উদোক্তা পরিকল্পনাকারী মিজানুর রহমান। সেখানে খাদ্য অপচয় হয়েছে মর্মে প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

টেপাখড়িবাড়ী ইউনিয়নের অভিযুক্ত চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিনকে মুঠোফোনে একাধিক বার ফোন দিলে রিসিভ না করায় কোনো মন্তব্য প্রদান করা হয়নি।

বিষয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইদুল ইসলাম জানান, তদন্ত কমিটির সরেজমিনে যে প্রতিবেদন আমরা পেয়েছি তা মন্ত্রণালয়ে প্রেরণ করবো। যা সিদ্ধান্ত নেওয়ার মন্ত্রণালয় নিবেন।

মেসেঞ্জার/রিপন/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700