ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

লক্ষ্মীপুরে ৬৯০ টাকায় মিলছে গরুর মাংস, সন্তুষ্ট ক্রেতারা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ৬ এপ্রিল ২০২৪

লক্ষ্মীপুরে ৬৯০ টাকায় মিলছে গরুর মাংস, সন্তুষ্ট ক্রেতারা

ছবি: মেসেঞ্জার

লক্ষ্মীপুরে দুইদিনব্যাপী ৬৯০ টাকা মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে মেয়রের জনতার ঘর সংলগ্ন স্থানে এ মাংস বিক্রির কার্যক্রম শুরু করা হয়। ৬ ও ৭ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে মাংস বিক্রির এ কার্যক্রম। 

বাজার দরের চেয়ে কম মূল্যে মাংস পেয়ে খুশি ক্রেতারা। পৌরসভার বাসিন্দারা ছাড়াও দূর-দূরান্তের সব বয়সের নারী-পুরুষ দিনের শুরুতেই ব্যাগ হাতে মাংস কিনতে ভিড় জমায় মেয়রের জনতার ঘর সংলগ্ন এলাকায়। একজন ক্রেতা ১ কেজি থেকে সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত মাংস নিতে পারবেন বলে জানান আয়োজকরা। 

স্থানীয়রা জানান, পবিত্র মাহে রমযানের শেষ সময়ে এসে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে গরুর মাংস কিনতে পেরে খুশি তারা। পৌর মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সুলভ মূল্যে মাংস বিক্রির এ কার্যক্রম চালু রাখার দাবি জানান ক্রেতারা।

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, গরুর মাংস বেশিরভাগ মানুষের ক্রয় সাধ্যের বাহিরে চলে যাওয়ায় সূলভ মূল্যে মাংস বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক এমন ধরনের উদ্যোগ নিলে গরুর মাংসের দামের উপর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।

মেসেঞ্জার/শিবলু/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700