ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

কালকিনিতে পৌরসভার মধ্যে ইটভাটা, রোগে আক্রান্তের আশংকা স্থানীয়দের

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৯, ৭ এপ্রিল ২০২৪

কালকিনিতে পৌরসভার মধ্যে ইটভাটা, রোগে আক্রান্তের আশংকা স্থানীয়দের

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার কালকিনিতে পরিবেশ অধিদফতরের আইন অমান্য করে পৌরসভার মধ্যে ইটভাটা চালানোর অভিযোগ উঠেছে। পৌরসভার মধ্যে ইটভাটা থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্তের আশংকা করছেন স্থানীয়রা।

জানা গেছে, কয়েক বছর আগে কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঝুরগাঁও এলাকায় গড়ে ওঠে বিএসএম নামে একটি ইটভাটা। ২০১৩ সালে পরিবেশ অধিদফতর এর আইন পাশ হয়, পৌরসভার মধ্যে ইটভাটা পরিচালনা করা যাবে না।

এলাকাবাসীর চাপে বেশ কিছুদিন ইটভাটা বন্ধ থাকলেও আবারো চালু করা হয়েছে। এর কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্তের আশঙ্কা এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল সরদার খোকন বেপারী নামে দুই ব্যক্তি যৌথভাবে এই ইটভাটা পরিচালনা করে আসছেন। এরমধ্যে খোকন বেপারী বিভিন্ন দফতরে অনুমতি চেয়ে লিখিতভাবে আবেদন করছেন।'

অভিযোগ উঠেছে, স্থানীয় এক নেতার রাজনৈতিক ছত্রছায়ায় ইটভাটার কার্যক্রম চালাচ্ছেন মালিকেরা।

ব্যাপারে ইটভাটার মালিক জামাল সরদার বলেন, 'বেশ কিছুদিন ইটভাটা বন্ধ ছিল। কয়েক’শ মানুষ ইটভাটায় কাজ করে সংসার চালায়। তাদের অনুরোধেই অল্প কয়েকদিন ধরে আবারো ইটভাটা চলছে।'

কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ বলেন, 'পৌরসভার মধ্যে কোন অবস্থাতেই ইটভাটা চলতে পারবে না। কিন্তু সরকারি আইনকে অমান্য করেই চলছে ইটভাটাটি। এলাকাবাসী বার বার অভিযোগ দিলেও তা বন্ধ হচ্ছে না। জনস্বার্থে এটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকা প্রয়োজন।'

পরিবেশ অধিদফতর-এর ফরিদপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক (মাদারীপুর জেলার দায়িত্বে) সৈয়দ অানোয়ার বলেন, 'পৌরসভা এলাকার মধ্যে ইটভাটা নির্মান নিষিদ্ধ।

ওই ইটভাটার নবায়নের জন্য আমাদের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু অনুমতি দেয়া হয়নি। এটা স্থায়ীভাবে বন্ধ থাকার কথা, যদি চালু করে তাহলে জেলা প্রশাসকের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, 'আমাদের কাছে লিখিতভাবে অনুমতি চাওয়া হলে তা দেয়া হয়নি। পৌর এলাকার মধ্যে ইটভাটা থাকলে বসবাসরতদের নানান দিকে ক্ষতি হয়। যদি বন্ধ থাকা ইটভাটা আবার চালু করে, তাই জনস্বার্থে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করার জন্য শিগগিরই উদ্যোগ নেয়া হবে।'

মেসেঞ্জার/ইমতিয়াজ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700