ঢাকা,  বৃহস্পতিবার
১৬ মে ২০২৪

The Daily Messenger

মেলান্দহে বৈশাখী মেলা থেকে ১১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৫, ২৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:২০, ২৯ এপ্রিল ২০২৪

মেলান্দহে বৈশাখী মেলা থেকে ১১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

জামালপুরের মেলান্দহে ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দুরমুট বৈশাখী মেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনজনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: আশরাফুল ইসলাম (৪৫), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত ফজলু মোল্লার ছেলে রেজাউল করিম বাদশা (৫৭), কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর গ্রামের মো: রহিমের ছেলে মো: উজ্জ্বল শেখ (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশ খবর পায় উপজেলার দুরমুট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে। পরে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদের নির্দেশনায় উপ-পরিদর্শক মাসুদ রানা'র নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল দুরমুট বৈশাখী মেলা এলাকায় মায়ের মাজার এর সামনে অভিযান চালিয়ে এগারো কেজি গাঁজাসহ মাদক কারবারের সাথে যুক্ত তিনজনকে হাতেনাতে আটক করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

মেসেঞ্জার/উজ্জ্বল/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770