ঢাকা,  বুধবার
১৫ মে ২০২৪

The Daily Messenger

পাবনায় নিউমোনিয়ায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২৯ এপ্রিল ২০২৪

পাবনায় নিউমোনিয়ায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

ছবি : মেসেঞ্জার

পাবনার সুজানগরে নিউমনিয়ায় আক্রান্ত হয়ে আব্দুর রহমান () নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আব্দুর রহমান সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের গুন্ডন হোসেনের ছেলে। সে চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

শিক্ষক চিকিৎসকরা জানান, কয়েকদিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিল শিশুটি। একটু আরামবোধ করায় রোববার স্কুল খোলায় তার মায়ের সাথে স্কুলে যাওয়ার পর আরো অসুস্থ হয়ে পরে সে।

তাকে দ্রুত প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

পাবনা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম জানান, সকালে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিউমনিয়ায় আক্রান্ত হয়ে মুমুর্ষ অবস্থায় আব্দুর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ভর্তির মাত্র কয়েক ঘন্টার মধ্যে শিশুটি মারা যায়।

চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, গত কয়েকদিন ধরেই শিশুটি জ্বরে ভুগছিল। রোববার সে অসুস্থ্য শরীরে স্কুলে আসলে আরো অসুস্থ্য হয়ে পরে।

খবর দেওয়া হলে অভিভাবক এসে তাকে বাড়ি নিয়ে যায়। এরপর সোমবার সকালে আমরা তার মৃত্যুর খবর পেয়েছি।

মেসেঞ্জার/শাহীন/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770