ঢাকা,  বৃহস্পতিবার
১৬ মে ২০২৪

The Daily Messenger

ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো : ইসি রাশেদা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ২৯ এপ্রিল ২০২৪

ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো : ইসি রাশেদা

ছবি : মেসেঞ্জার

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতা বিহীন, ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো। প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে তিনি মন্তব্য রেন।

সোমবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলাবাহিনীর সকল সদস্য প্রার্থীদের সমান চোখে দেখবেন। সেই সাথে সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়ে তিনি লেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি করেছি। এই নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে নির্বাচন।

সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আরিফ/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770