ঢাকা,  বৃহস্পতিবার
১৬ মে ২০২৪

The Daily Messenger

নাটোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৩ কিশোরকে ১০ বছর আটকাদেশ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৮, ২৯ এপ্রিল ২০২৪

নাটোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৩ কিশোরকে ১০ বছর আটকাদেশ

ছবি : মেসেঞ্জার

নাটোরের বড়াইগ্রামে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় তিনজনের প্রত্যেককে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে শিশু আদালত।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার সাইফুল ইসলাম।

অভিযুক্ত আসামিরা হলেন- বড়াইগ্রাম উপজেলার নগর এলাকার আকাশ ইসলাম(১৭), তুজাম দেওয়ান(১৬) এবং মো. রানা(১৬)

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ মার্চ বিকেলে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের খালের পাশে হাঁটছিলেন। এসময় অভিযুক্ত আসামিরা ওই নারীকে জোর করে নির্জন খালপাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ঘটনার পর ভিকটিমের বড় ভাই বাদী হয়ে বড়াইগ্রাম থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

দীর্ঘ বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার আদালত আসামিদের উপস্থিতিতে তিনজনের প্রত্যককে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন। অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনে তাদের বিচার করা হয়।

মেসেঞ্জার/আরিফ/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770