ঢাকা,  শুক্রবার
১৭ মে ২০২৪

The Daily Messenger

সরকারি চাল আত্মসাতের ঘটনায় ডিলারের বিরুদ্ধে মামলা

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত: ২২:১৯, ২ মে ২০২৪

আপডেট: ২২:২১, ২ মে ২০২৪

সরকারি চাল আত্মসাতের ঘটনায় ডিলারের বিরুদ্ধে মামলা

ছবি : মেসেঞ্জার

প্রতারণার মাধ্যমে সরকারি ওএমএসের চাল আত্মসাতের ঘটনায় অবশেষে ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে এক সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে মোংলা থানায় এই মামলা দায়ের করেন মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী। মামলা নম্বর-৪।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি কে এম আজিজুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, প্রতারণার মাধ্যমে সরকারি ওএমএসের চাল আত্মসাত করে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ডিলার ও বড়ইতলা গ্রামের আসাদুল মৃধার ছেলে রাজিব মৃধা।

পরে এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় এজাহার নিয়ে আসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী। পরে তার বিরুদ্ধে প্রতারণা করে সরকারি চাল আত্মসাতের দায়ে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রেকর্ড করা হয়।

মামলার বাদী মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ডিলার রাজিব মৃধা গত মাসের ২৪ এপ্রিল সকাল থেকে সুন্দরবন ইউনিয়নের বড়ইতলা গ্রামে অসহায় সুবিধাভোগীদের ৩০ কেজি বস্তায় তিন থেকে চার কেজি চাল কম দিচ্ছিলো।

পরে খবর সেখানে হাজির হন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। জব্দ করেন ওজনে কম দেওয়া ১৫/২০ বস্তা সরকারি চাল। তবে এসময় ডিলার রাজিব মৃধা পালিয়ে গেলে তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে সরকারের খোলাবাজারে ওএমএস চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে উপজেলা প্রশাসন। এরপর তার বিরুদ্ধে বৃহস্পতিবার (২ মে) বিকেলে মামলা করি।

মেসেঞ্জার/হাসান/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770