ঢাকা,  শুক্রবার
১৭ মে ২০২৪

The Daily Messenger

১০ জেলেকে ছেড়ে দিয়েছেন আরকান আর্মি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ২ মে ২০২৪

আপডেট: ২২:৩৩, ২ মে ২০২৪

১০ জেলেকে ছেড়ে দিয়েছেন আরকান আর্মি

ছবি : মেসেঞ্জার

দেশের অভ্যন্তরে নাফ নদীতে মাছ শিকাররত ১০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছেন মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি। বুধবার রাত সাড়ে আটটার দিকে দশ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছেন আরকান আর্মি।

এরপর রাত নয়টার দিকে অপহরণের শিকার জেলেরা স্ব-স্ব বাড়ীতে ফিরে গেছেন বলে উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন।

বুধবার (১ মে) সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহরণের ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলো- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল ৩নং ওয়ার্ড এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম, মৃত আবদুচ ছালামের ছেলে আবদুর রহিম, মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম, মৃত জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম, মৃত আলী আহমদের ছেলে আইয়ুবুল ইসলাম, আবু তাহেরের ছেলে শাহীন, ৪নং ওয়ার্ড গৌজঘোনা এলাকার মৃত আলী আহমদের ছেলে আবদুর রহিম প্রকাশ আবদুর রহমান, ৫নং ওয়ার্ড পুটিবনিয়া এলাকার মৃত মোহাম্মদ হোছনের ছেলে ওসমান গণি, মৃত আবুল শামার ছেলে ওসমান, মৃত আইয়ুবুল ইসলামের ছেলে মোধ আবুল হাশিম।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: তানবীর হোসেন সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, অপহরণের শিকার জেলেরা নিজ নিজ বাড়ীতে ফিরে গেছেন।

মেসেঞ্জার/শহিদুল/আপেল

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770