ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

পর্যটকদের লাগাম টানতে ইতালির নতুন পদক্ষেপ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:৫০, ২৬ এপ্রিল ২০২৪

পর্যটকদের লাগাম টানতে ইতালির নতুন পদক্ষেপ

চাপ কমাতে ভেনিসে ২৫ জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। ছবি: রয়টার্স

ভেনিস শহরে পর্যটকদের লাগাম টানতে পাঁচ ইউরোর প্রবেশ ফি চালু করেছে ইতালি। শহরটিতে ২৫ জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্তও নিয়েছে দেশটি। তবে সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

ইতালির পর্যটন শহর ভেনিসে গেল দুই দশক ধরে বাড়ছে দেশি-বিদেশি পর্যটক। প্রতিবছর গড়ে প্রায় তিন কোটিরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে ভেনিসে। কিন্তু এতো মানুষের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। সেই চাপ কমাতেই ভেনিসে ২৫ জনের বেশি পর্যটকবাহী জাহাজ প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার।

এছাড়া ২৫ এপ্রিল দেশটির ৭৯তম স্বাধীনতা দিবসে ভেনিস নগর কর্তৃপক্ষ চালু করে ইউরোর প্রবেশ ফি।

সরকারের এমন সিদ্ধান্তে কিছুটা বিচলিত ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কারণ ছোট্ট এই শহরটিতে রয়েছে তিনশ বেশি বাংলাদেশি প্রবাসীদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান।

ভেনিস প্রবেশে ট্যাক্সের আওতামুক্ত থাকবেন স্থানীয় বাসিন্দা, নগরে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী ১৪ বছরের নিচের শিশুরা। বাইরে থেকে আসা দেশি কিংবা বিদেশি পর্যটক বা দৈনন্দিন ভ্রমণকারী কেউ যদি এই প্রবেশ ফি পরিশোধ না করেন, তবে ৫০ থেকে ৩০০ ইউরো জরিমানার বিধান রেখেছে সংশ্লিষ্টরা।

দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যের লেগুন শহর ভেনিস। হাজার বছর ধরে স্বাধীন ঐতিহ্যবাহী রিপাবলিক ভেনিস এখন ইতালি তথা বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর। তাই বিধি-নিষেধ কিংবা পাঁচ ইউরোর ট্যাক্সের জন্য প্রকৃত পর্যটকের কাছে ভেনিস তার আবেদন কখনো হারাবে না বলেই মনে করেন অনেকে।

এদিকে, প্রবেশ ফি চালুতে দৈনন্দিন ভ্রমণকারীর সংখ্যা কিছুটা কমে আসলেও পর্যটকদের জন্য ভেনিস ভ্রমণ আরও বেশি সুন্দর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700