ঢাকা,  সোমবার
১৩ মে ২০২৪

The Daily Messenger

গায়কোয়াড়ের দুর্দান্ত ইনিংসে চেন্নাইয়ের বড় সংগ্রহ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ২২:০৫, ২৮ এপ্রিল ২০২৪

গায়কোয়াড়ের দুর্দান্ত ইনিংসে চেন্নাইয়ের বড় সংগ্রহ

ছবি : সংগৃহীত

বেশ দারুণ এক আইপিএল পার করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মহেন্ড্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কত্বের ভার পাওয়া পর সেই চাপ বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন তিনি। ৮ ম্যাচে করেছিলেন ৩৫১ রান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে সেই ফর্মটাই ধরে রাখলেন চেন্নাইয়ের ওপেনার। 

গত ম্যাচেই লখনৌর বিপক্ষে খেলেছিলেন ১০৮ রানের ঝকঝকে এক ইনিংস। প্রতিপক্ষ বদল হলেও ব্যাটে রানের ধার কমেনি গায়কোয়াড়ের।

প্যাট কামিন্স-ভুবেনেশ্বর কুমারদের বোলিং সামাল দিয়ে খেললেন ৯৮ রানের ইনিংস। নাটারাজনের বলে উড়িয়ে মারতে গিয়ে সেঞ্চুরি থেকে ২ রান দূরে থামতে হয় গায়কোয়াড়কে। তাতে হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে চেন্নাই দাঁড় করলো ২১২ রানের বড় সংগ্রহ।

শেষদিকে ঝড় তোলা এবারের আইপিএলে ধোনির জন্য নিয়মিত দৃশ্য। আজও হলো খানিক ব্যতিক্রম। তবে এর আগে ড্যারিল মিচেল খেলেছেন ৩২ বলে ৫২ রানের ইনিংস। আর শেষদিকে ইনিংসের চাকা ঘুরিয়েছেন শিভাম দুবে। ২০ বলে করেছেন ৩৯ রান।

টসে হেরে এদিন চেন্নাইকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। যদিও শুরুটা খুব দ্রুতগতির হয়নি স্বাগতিকদের জন্য।

দলীয় ১৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার আজিঙ্কা রাহানে। এরপরেই এসেছেন ড্যারিল মিচেল। দুজনে মিলে এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপ গড়েছেন।

দুজনেই পেয়েছেন ফিফটি। রান উঠেছে ওভারপ্রতি ১০ করে। ১২৬ রানে ফিফটি পার করা মিচেল যখন আউট হয়েছেন, ততক্ষণে চেন্নাই পেয়েছে বড় রানের ভিত।

মেসেঞ্জার/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700