ঢাকা,  শুক্রবার
১০ মে ২০২৪

The Daily Messenger

ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে অনুমতি লাগবে না : ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২৭ এপ্রিল ২০২৪

ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে অনুমতি লাগবে না : ইসি হাবিব

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে অনুমতি লাগবে না। প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে ঘুরে দেখা, ছবি ভিডিও ধারণ করা যাবে। ভোট গণনার সময়ও ক্যামেরায় ভিডিও ধারণ করা যাবে।

বরিশাল সদর বাকেরগঞ্জ উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এটা প্রমাণ করেছি। প্রতিটি নির্বাচনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি উপজেলায়ও সুন্দর নির্বাচন উপহার দিতে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আগে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রথম ধাপে আগামী মে দুই উপজেলায় ভোট গ্রহণ হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700