ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

ফাল্গুন শেষেও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ৮ মার্চ ২০২৪

আপডেট: ১৫:৪৯, ৮ মার্চ ২০২৪

ফাল্গুন শেষেও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

ছবি : মেসেঞ্জার

দেশ থেকে মোটামুটি শীত বিদায় নিলেও শ্রীমঙ্গলে ফাল্গুনের শেষে এসেও বেশ শীত অনুভূত হচ্ছে। রাতে শীত অনুভূত হলেও দিনের সুর্যতাপে বেশ গরম অনুভুত হচ্ছে।

শুক্রবার (৮ মার্চ) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

দিনে গরম রাতে শীত এরকম বিরুপ আবহাওয়ায় অনেকেই কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে আক্রান্তদের মাঝে শিশুদের সংখ্যাই বেশি।

ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

মেসেঞ্জার/কাজল/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700