ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

সারাদেশে সোলার প্যানেল সেট ছড়িয়ে দেওয়া হচ্ছে : ড. তৌফিক-ই-ইলাহী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ৯ মার্চ ২০২৪

সারাদেশে সোলার প্যানেল সেট ছড়িয়ে দেওয়া হচ্ছে : ড. তৌফিক-ই-ইলাহী

ছবি : মেসেঞ্জার

প্রধানমন্ত্রীর নির্দেশে সোলার সিস্টেমের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দিনের বেলায় সূর্যের আলো বেশি থাকে আর কৃষক দিনের বেলায় চাষাবাদ করে। কাজেই এই সোলার প্যানেলের মাধ্যমে কৃষক সহজেই চাষাবাদ করতে পারছে।

খরচ সাশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি পূরন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা . তৌফিক--ইলাহী চৌধুরী (বীর বিক্রম)

শনিবার ( মার্চ) দুপুরে টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়ায় সোলার ইরিগেশন পাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

. তৌফিক--ইলাহী বলেন, আপনারা জানেন জ্বালানি বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে আমাদের আমদানি পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়। যেমন এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। পশ্চিমা দেশগুলো তাদের স্বার্থে যুদ্ধ করছে আর এই যুদ্ধের কারণেই জ্বালানি তেল আমদানি করতে হাজার হাজার কোটি টাকা বাড়তি গুনতে হচ্ছে আমাদের।

নাগরপুর উপজেলা প্রশাসন এবং টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি নাগরপুর জোনালের যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এম রায়হান আকতার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য আব্দুর রউফ, বিদ্যুৎ বিভাগের পরিচালক (অপারেশনাল পারফর্মেন্স) সাজিবুল হক, জ্বালানি উপদেষ্টার উপ সচিব মুকতাদির আজিজ, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/অভিজিৎ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700