ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ১২ টি দোকান ভস্মীভূত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ১৩ মার্চ ২০২৪

বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ১২ টি দোকান ভস্মীভূত

ছবি : মেসেঞ্জার

বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৯ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ মার্চ) সকাল :৩০ এর দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের ধারণা, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডে সর্বমোট ২১ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২টি দোকানের মধ্যে ৯টি ভাড়াটিয়া ব্যবসায়ি। পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতিটি দোকান ছিলো মালামালে ভরপুর।

স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিসের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুনের ভয়াবহতা আরও বৃদ্ধি পায়।

অগ্নিকাণ্ডের সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে ফোন করলে ফায়ার কর্মীরা এসে এক ঘণ্টারও অধিক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ইদ্রিস আলী আগুনে দগ্ধ হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরগুনা- আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ আর্থিক সহায়তা করেন। তিনি আরো সরকারি সহায়তাসহ সকল প্রকার সহায়তা করবেন বলে ব্যবসায়ীদের আস্বস্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।

পাথরঘাটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, আমরা ১০জন ফায়ার কর্মী স্থানীয় যুবকদের সহায়তায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'তদন্ত সাপেক্ষে বলা যাবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেসেঞ্জার/হিমাদ্রি/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700