ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

টাঙ্গাইলে পাইলস অপারেশনের রোগী‌কে এ্যানেসথিয়া প্রয়োগের পর মৃত্যুর অভিযোগ

অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল

প্রকাশিত: ১১:০৫, ২০ মার্চ ২০২৪

টাঙ্গাইলে পাইলস অপারেশনের রোগী‌কে এ্যানেসথিয়া প্রয়োগের পর মৃত্যুর অভিযোগ

ছবি : মেসেঞ্জার

টাঙ্গাইলের ঘাটাইলে আলোক‌ হেলথ‌ কেয়ার লি‌মি‌টেড হাসপাতালে পাইলস অপারেশনের সময় রোগী‌কে এ্যানেসথিয়া প্রয়োগের পর এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৮মার্চ) রা‌তে ঘাটাইলে আলো‌ক হেলথ কেয়ার লি‌মি‌টেড হাসপাতা‌লে এই ঘটনা ঘ‌টে। আওয়ামীলী‌গের প্রভাবশালী নেতার হাসপাতাল হওয়ায় প্রভাব খা‌টি‌য়ে মঙ্গলবার (১৯ মার্চ) বি‌কে‌লে বিষয়‌টি মিমাংসা ক‌রা হয়। 

নিহত গৃহবধূ উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা গ্রামের সৌদি প্রবাসী কবির হোসেনের স্ত্রী হোসনে আরা বেগম। 

স্বজনরা জানায়, নিহতের ননদের স্বামী রাজিবের চাকরির সুবাধে ওই হাসপাতালে পাইলস্ অপারেশনের জন্য সোমবার দুপুরে আলোক হেলথ‌কেয়ার হাসপাতালের ভর্তি হয় হোস‌নে আরা। এরপর বিকেল চারটার দিকে রোগিকে কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন চি‌কিৎসক মো, তসলিম উদ্দিন। ইনজেকশন পুশের পরেই রোগীর খিচুনি এবং বমি শুরু হয়। রোগীর অবস্থার অবনতি হলে রাত ৯ টায় তাকে ঢাকার আলোক হাসপাতালে স্থানান্তর করে কর্তৃপক্ষ। পরে সেখা‌নেই গভীর  রাতে তার মৃত্যু হয় ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন স্বজনরা। 

চি‌কিৎসক মো. তসলিম উদ্দিন জানান, এ্যানেসথেসিয়া (অবস) ইনজেকশন পুশ করার পরে রোগীর খিচুনি ওঠে এবং ছটফট করে। পরে তাকে লাইফ সাপোর্টের জন্য ঢাকায় অবস্থিত আলোক ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়।

ঘাটাইল আলোক হেলথ‌ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানান, রোগীকে ঢাকায় নেয়ার পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
 

মেসেঞ্জার/দিশা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700