ঢাকা,  রোববার
২৮ এপ্রিল ২০২৪

The Daily Messenger

বরিশালে নামাজের সময় মসজিদের এসিতে আগুন

বরিশাল ব্যুরো 

প্রকাশিত: ২০:১৯, ২৮ মার্চ ২০২৪

বরিশালে নামাজের সময় মসজিদের এসিতে আগুন

ছবি : মেসেঞ্জার

বরিশাল নগরীর চকবাজারের ঐতিহ্যবাহী এবায়দুল্লাহ জামে মসজিদে বৈদ্যুতিক গোলযোগ থেকে এয়ারকন্ডিশনারে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে জোহরের নামাজের সময় ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ইমামের কক্ষে আগুন ধরে যায়।

তাৎক্ষণিক মুসুল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে। সাথে সাথে আগুন ধরে যায় ইমামের কক্ষে। সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত না হলেও ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার রবিউল আলামিন বলেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়িয়ে পড়তে পারেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ কারণে এসিতে আগুন লাগতে পারে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মেসেঞ্জার/পান্থ/আপেল

dwl
×
Nagad