ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৩, ২৯ মার্চ ২০২৪

আপডেট: ১৭:৪২, ২৯ মার্চ ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

মো. এমরাজ হোসেন সুমন। ছবি: ফেসবুক

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে নিজ দোকানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। বাংলাদেশ সময় শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেষ্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. এমরাজ হোসেন সুমন (২৮) ফেনী জেলার দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

নিহতের চাচাতো ভাই সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শেখ ফরিদ জানান, প্রায় ১০ বছর আগে ভাগ্য পরিবর্তনের জন্য দক্ষিণ আফ্রিকায় যান সুমন। সেখানে স্টেশনারি ও মুদি দোকানে কাজ করতেন তিনি। আরাফ হোসেন নামের তার ৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

সুমনের বন্ধুর বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জের ধরে নিজ দোকানের সামনেই তাকে অতর্কিত ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম বলেছেন, দাগনভূঞার প্রবাসী এক যুবক দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ বিষয়টি জানতে পেরেছি।

মেসেঞ্জার/মানিক/হাওলাদার

dwl
×
Nagad