ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

ছাতা ও সুপেয় পানি নিয়ে রংপুরের রাস্তায় যুবলীগ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:১২, ২৭ এপ্রিল ২০২৪

ছাতা ও সুপেয় পানি নিয়ে রংপুরের রাস্তায় যুবলীগ

ছবি : মেসেঞ্জার

তীব্র তাপদাহে সাধারণ পথচারী কর্মজীবি মানুষের পাশে দাড়িয়েছে রংপুর জেলা যুবলীগ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে সুপেয় পানি, স্যালাইন পানি পান করানো কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এসময় পথচারী কর্মজীবিদের এসব পানি পান করানো হয়।

এছাড়াও রিকশা-ভ্যান চালকদের মাঝে ছাতা ক্যাপ বিতরণ করা হয়। এসব পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ রিকশা চালকরা।

রিকশা চালক বায়েজিদ আহমেদ জানান, গরমে রিকশা চালানোটা খুব কস্ট হচ্ছিল। ছাতা পেলাম। এটা ব্যবহার করে এখন রিকশা চালানো টা সহজ হবে।

ওই রিকশার যাত্রী সানজিদা জানালেন, আমি বের হয়েছি কাজে। কিন্তু গরমের যে অবস্থা। তাতে রাস্তায় টেকা দায়।

প্রেসক্লাবের সামনে যুবলীগ স্যালাইন পানি খাওয়ালো। কিছুটা হলেও স্বস্তি পেলাম। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্ত্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, জেলা যুবলীগ সভাপতি লক্ষিণ চন্দ্র, সাধারণ সম্পাদক মেহেদেী হাসান সিদ্দিকী রণি প্রমুখ।

যুবলীগের কেন্ত্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ জানান, রংপুর জেলা যুবলীগ দৃশ্যমান সব মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। তারা যেখানেই সংকট, যেখানেই প্রয়োজন সেখানেই সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। এই যাত্রা তারা অব্যাহত রাখবে।

জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মেহেদেী হাসান সিদ্দিকী রণি জানান, তাপদাহ চলা পর্যন্ত জেলা জুড়ে এই কার্যক্রম চলবে। মাননীয় প্রধানমন্ত্রী, যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশনায় মানবিক সংগঠন হিসেবে সব সময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে রংপুর জেলা যুবলীগ।

মেসেঞ্জার/মাজহারুল/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700