ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ১১ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:৪৪, ১১ এপ্রিল ২০২৪

দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি এশিয়া উপ-মহাদেশের সবচেয়ে ঈদগাহ মিনার ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে এক সাথে ৬ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় দেশের সবচেয়ে বড় এই নামাজে ইমামতি করেন শামসুল হক কাসেমী। নামাজে ভারপ্রাপ্ত প্রদান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। 

ঈদের নামাজে পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলো থেকে আগত মুসল্লিদের জন্য দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 

নামাজ শেষে গোর-এ শহীদ বড় ময়দানের প্রধান উপদেষ্টা ইকবালুর রহিম বলেন, এই মাঠে একসাথে ৬ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করা হয়। 

মেসেঞ্জার/সজিব

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700