ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

মাগুরায় জামায়াত মনোনয়ন পত্র জমা দিলেও নির্বাচন বয়কটের সিদ্ধান্ত

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১৫ এপ্রিল ২০২৪

মাগুরায় জামায়াত মনোনয়ন পত্র জমা দিলেও নির্বাচন বয়কটের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

মাগুরায় প্রথম ধাপে সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উভয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত ইসলামী দলের ২ জন প্রার্থী যথাক্রমে ফারুক হোসেন এবং মিজানুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন বলে জানা গেছে। ২০১৪ সনে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে তারা নির্বাচিত হয়েছিলেন।

মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাগুরা শহর জামায়াতের আমির ফারুক হোসেন বলেন, উভয় উপজেলাতে জামাতের প্রার্থী থাকলেও কেন্দ্রীয়ভাবে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিধায় নির্ধারিত সময়ের আগেই আমরা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেব। একই রকম বক্তব্য দিয়েছেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।
    
মাগুরা জেলার সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন, এএইচ এম জাহিদুর রেজা, রানা আমির ওসমান, শেখ নবীব আলী, মীর আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, উত্তম কুমার বিশ্বাস এবং রেজাউল ইসলাম।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন বাহারুল ইসলাম, আপেল মাহমুদ, ফারুক হোসেন এবং সুমন কুমার ঘোষ। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪ প্রার্থী হচ্ছেন, সোনিয়া সুলতানা, রুখসানা ইয়াসমিন নাজু, মিনতী রাণী দত্ত এবং শারমিন আক্তার রোজি।

অন্যদিকে শ্রীপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন শরিয়াত উল্লাহ হোসেন মিয়া, মিয়া মাহমুদুল গণি (বর্তমান চেয়ারম্যান), মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং খোন্দকার আসরার এলাহী।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের ৭ প্রার্থী হচ্ছেন বাবুল রেজা, প্রান্ত কুমার চাকী, মিজানুর রহমান, কাজী জালাল উদ্দিন, আলীনুর রহমান, খাইরুল আলম এবং খলিলুর রহমান। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হচ্ছেন নারগিস সুলাতানা, জোয়ারদার স্বর্ণালী এব কৃষ্ণা রানী দাস।

মেসেঞ্জার/আখন্দ/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700