ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

বরিশালে কর্মমুখী শিক্ষার যাত্রা শুরু

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৯:২৭, ১৫ এপ্রিল ২০২৪

বরিশালে কর্মমুখী শিক্ষার যাত্রা শুরু

ছবি : মেসেঞ্জার

কর্মমুখী শিক্ষা কর্মসূচি নিয়ে বরিশালে শুরু হয়েছে ফরচুন বরিশালের নির্মাণ যাত্রা। রহিম আজিজ স্কিল এন্ড এডুকেশন সেন্টার-এর মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য প্রশিক্ষণ শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় বরিশাল অফিসার্স ক্লাব মিলনায়তনে বরিশাল নগরীর অসহায় ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরনের মধ্যদিয়ে প্রকল্পের উদ্বোধন করেন ফরচুন গ্রুপ-এর চেয়ারম্যান মিজানুর রহমান। 

অনুষ্ঠানের সমন্বয়কারী আল আমিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, শিশু সংগঠক কমল ঘোষ প্রমূখ।

অনুষ্ঠানে ফরচুন গ্রুপ এর চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এই কর্মসূচির মাধ্যমে বরিশালে শিশুরা প্রশিক্ষন গ্রহন করে কাজের নিশ্চয়তা পাবে। তারা নিজেরা স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাড়াতে পারবে। তাদের আর কারো কাছে সহায়তার হাত বাড়াতে হবে না। 

উল্লেখ্য, কর্মমুখী শিক্ষা কেন্দ্রে তিনমাস সাধারণ শিক্ষা। তিনমাস বিষয়ভিত্তিক শিক্ষা। ছয়মাসের সার্টিফিকেট কোর্স। শেষে সরাসরি কাজ।

মেসেঞ্জার/মিরাজ/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700