ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

টেকনাফ সীমান্ত দিয়ে ১৩ মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির অনুপ্রবেশ 

উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪, ১৯ এপ্রিল ২০২৪

টেকনাফ সীমান্ত দিয়ে ১৩ মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির অনুপ্রবেশ 

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে আর ও ১৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি এপারে অনুপ্রবেশ করেছে। বর্তমানে তারা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। এরপর নিরস্ত্র করে নাইক্ষ্যংছড়ি বিজিবির নিকট হস্তান্তর করা হয়। এ পর্যন্ত ২৭৪ জন আশ্রয় গ্রহষ করে বাংলাদেশে অবস্থান গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে শুক্রবার (১৯ এপ্রিল) ভোর পর্যন্ত টেকনাফের নাফ নদী দিয়ে তারা অনুপ্রবেশ করেন।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত টেকনাফের নাফ নদী পাড়ি দিয়ে আর ও ১৩ জন মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি পালিয়ে এসেছেন বলে জানান বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে এর আগে বেশ কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন। যাদেরকে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।

মেসেঞ্জার/শহিদুল/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700