ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ

মুন্সিগঞ্জের দুই উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ২১ এপ্রিল ২০২৪

মুন্সিগঞ্জের দুই উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

ছবি : মেসেঞ্জার

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে মুন্সিগঞ্জের দুই উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সম্ভাব্য পুরুষ নারী প্রার্থীরা।

রোববার (২১ এপ্রিল) জেলার টঙ্গিবাড়ি লৌহজং উপজেলার একাধিক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

এবার মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম অনলাইনের মাধ্যমে হলেও সমর্থনকারী নেতাকর্মীদের সাথে নিয়ে প্রার্থীরা নিজেরা উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেক প্রার্থী।

সমর্থক নেতাকর্মীদের সাথে নিয়ে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টঙ্গিবাড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল এবার উপজেলা চেয়ারম্যান পদে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী (সিএ) সানজিদা আক্তারের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন।

এদিকে অনলাইনে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন টঙ্গীবাড়ির বর্তমান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, আরিফুল ইসলাম হালদার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমানের ছেলে শেখ মোঃ গোলাম রাব্বানী শান্ত উপজেলা চেয়ারম্যান পদে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়াও পার্শ্ববর্তী লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, যুগ্ম-সম্পাদক বি এম শোয়েব (সিআইপি) এবার উপজেলা চেয়ারম্যান পদে অনলাইনের তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হবে দুই উপজেলায়।

এবার দুই উপজেলায় উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরুষ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

মেসেঞ্জার/শুভ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700