ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

সিলেটে ১০ দিনের ব্যবধানে নলকুপে পড়ে আবারও যুবকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৮, ২২ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:১০, ২২ এপ্রিল ২০২৪

সিলেটে ১০ দিনের ব্যবধানে নলকুপে পড়ে আবারও যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নলকূপে কাজ করতে গিয়ে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২১ এপ্রিল) বিকেলে জাফলংয়ের ছৈলাখেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের জমির উদ্দিনের ছেলে আব্দুল করিম (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে ছৈলাখেল এলাকার একটি কূপে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল করিম নামের ওই যুবক।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশকে খবর দেন। পরে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আব্দুল করিমকে উদ্ধার করা হয়।

জৈন্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা চালিয়ে আব্দুল করিমকে উদ্ধার করা হয়। বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নলকূপে পড়ে যুবক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান সুমন।

এর আগে, গত ১২ এপ্রিল একই এলাকার অপর একটি কুয়ায় কুপ পরিষ্কার করতে গিয়ে কাওছার খন্দকার নামে এক যুবক নিহত হন।

মেসেঞ্জার/দিশা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700