ঢাকা,  বুধবার
০৮ মে ২০২৪

The Daily Messenger

চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-৭

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১৭, ২২ এপ্রিল ২০২৪

চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-৭

ছবি : মেসেঞ্জার

গোপালগঞ্জে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এসময় দু’টি বাড়ীতে ভাংচুর চালানো হয় এবং মালামাল ও একটি মোটর সাইকেল লুট করা হয়।

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, করুনা বেগম (৪১), স্বপ্না বেগম (২১), মিন্না খনম (১৩), রহিমা বেগম (৬৫)। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিতসা দেয়া হয়েছে।

ওসি মো. আনিচুর রহমান জানান, রবিবার (২১ এপ্রিল) রাতে ওই এলাকার যুবক ওমর সরদারের মোটর সাইকেলটি চোরাই দাবী করে আটকিয়ে ১ লাখ টাকা দাবি করে আব্দুল হাই মোল্যার ছেলে আতিক মোল্লাও তার লোকজন।

ওমরের দেয়া খবর পেয়ে আমিন খান মোটর সাইকেল আনতে গেলে আতিক মোল্লার সাথে কথা কাটাকাটি হয় এবং তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এর জের ধরে আজ দুপুরে ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মতিউর রহমান ফকির ও আতিক মোল্লার নেতৃত্বে কয়েক’শ লোক দেশীয় অস্ত্র নিয়ে আমিন খানের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ীতে থাকা নারীরা বাধা দিলে তাদেরকে মারধর করে আহত করা হয়।

সংঘর্ষে চলাকালে বাড়ী ভাংচুর করে লুটপাট চালায় প্রতিপক্ষরা। এসময় ঘরের মালামাল ও একটি মোটর সাইকেল লুট
করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় করুনা বেগম (৪১), স্বপ্না বেগম (২১), মিন্না খনম (১৩), রহিমা বেগমসহ (৬৫) ৭জন আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিতসা দেয়া হয়েছে।

মেসেঞ্জার/বাদল/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700