ঢাকা,  সোমবার
০৬ মে ২০২৪

The Daily Messenger

প্রতীক পেয়েই প্রচারনায় মাঠে নেমেছেন প্রার্থীরা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ২৪ এপ্রিল ২০২৪

প্রতীক পেয়েই প্রচারনায় মাঠে নেমেছেন প্রার্থীরা

ছবি : সংগৃহীত

আগামী মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডোমার ডিমলা উপজেলার ভোট গ্রহন। সকল কার্যক্রম শেষে প্রতিদ্বন্দী প্রার্থীরা মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতিক বরাদ্দ পেয়ে প্রচার প্রচারনায় মাঠে নেমে পড়েছেন। শুরু হয়েছে পথ সভা মাইকযোগে প্রচারনা।

ওই দুই উপজেলায় ৩৫ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন। এর আগে গত বুধবার (১৭ এপ্রিল) যাচাই-বাছাইয়ে ৩৫ প্রার্থীর মধ্যে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রথম ধাপের ঘোষিত নির্বাচনে ডোমার এবং ডিমলা উপজেলায় মঙ্গলবার ৩৫ প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেয়া হয়। আগামী মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ডোমার উপজেলা: এই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দীতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীর মধ্যে ৫ জন আওয়ামী লীগের এবং ৩ জন নির্দলীয়। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক ও রয়েছেন।

তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন (হেলিকপ্টার) সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী (কাপপিরিচ), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ (আনারস) মহিলা যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য সরকার ফারহানা আক্তার সুমি (টেলিফোন)

চেয়ারম্যান পদে নির্দলীয় প্রার্থীরা হলেন- মো. রাকিবুল হাসান প্রধান (কই মাছ) এহসানুল হক (দোয়াত কলম) এবং মদন মোহন সিংহ (মটরসাইকেল)

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর মধ্যে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান (টিয়া পাখি), উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান বৈদ্যুতিক বাল্ব), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান(উড়োজাহাজ), হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মুখোপধ্যায় (টিউবয়েল)

নির্দলীয় প্রার্থীরা হলেন, জামাল উদ্দীন (মাইক), মাছুম বিল্লাহ(তালঅ), রনজিৎ কুমার রায়(বই), এটিএম মিরাজুল কবীর(চশমা)

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তার বানু (কলস), আওয়ামী লীগ সমর্থক লাইলী বান (ফুটবল), সন্ধ্যা রানী (সাবেক ভাইস চেয়ারম্যান) (বৈদ্যতিক পাখা), বেগম রৌশন কানিজ বর্তমান ভাইস চেয়ারম্যান (হাঁস) নির্দলীয় মোছাম্মত ফেরদৌসী বেগম (প্রজাপতি)

অপর দিকে ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছেন।

ডিমলা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগ দলীয়। একজন রয়েছেন নির্দলীয়। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম (কাপপিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিণ্টু (ঘোড়া), উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক  মো. ফেরদৌস পারভেজ( আনারস)

নির্দলীয় প্রার্থী গয়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান (মটরসাইকেল) ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব উত্তম কুমার রায়(বৈদ্যতিক বাল্ব), সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়(টিউবওয়েল), আওয়ামী লীগের সমর্থক মো. স্বপন(টিয়া পাখি), মো. মোফাক্ষারুল ইসলাম(মাইক), হামিদার রহমান(চশমা), আবু সাঈদ(উড়োজাহাজ), সুজয় চন্দ্র রায়( তালা) মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান (নির্দলীয়) মোছা. আয়শা সিদ্দিকা(পদ্মফুল),  ডিমলা সদর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. পারুল বেগম(ফুটবল), মোছা. জাহানারা বেগম (হাঁস)

মেসেঞ্জার/রিপন/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700