ঢাকা,  রোববার
০৫ মে ২০২৪

The Daily Messenger

সোনামসজিদ স্থলবন্দরে দায়িত্ব পালনকালে ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:৪৯, ২৫ এপ্রিল ২০২৪

সোনামসজিদ স্থলবন্দরে দায়িত্ব পালনকালে ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে দ্বায়িত্ব পালনকালে রুহুল আমিন নামে এক ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। রুহুল আমিন যশোরের বেলাপোল পৌরসভার শর্শার কোরবান আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে ট্রাক পরিদর্শন শেষে দুপুর পৌনে ১ টার নিজ অফিস কক্ষে ফিরে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন।

এ সময় তাকে তার সহকর্মীরা দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ জানান, ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন নিয়ে আসা হয়, তার আগেই তার মৃত্য হয়েছে।

হাসপাতালে যারা নিয়ে এসেছিলেন তারা বলেছেন তিনি তৃষান্ত্ব ছিলেন, পানি খেতে চেয়েছিলেন। তবে তার মৃত্যু যে হিটস্টোকে হয়েছে এটা নিশ্চিত করে এখনই বলা যাবে না।

তবে এখন যেহেতু প্রচন্ড গরম চলছে তাই এটার প্রভাব থাকতেও পারে। সেই সাথে তার পূর্বের অন্য কোন রোগের ইতিহাসও আমাদের জানা নাই। তাই হিট স্টোকে মৃত্যু এ সিদ্ধান্ত এখনই বলা যাবে না।

মেসেঞ্জার/নাহিদ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700