ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৮, ২৬ এপ্রিল ২০২৪

যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

ছবি: মেসেঞ্জার

যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি রুপা বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মৃত সুজনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১১ নভেম্বর সকাল ১০টায় বিজিবি সদস্যরা সংবাদ পায় বেনাপোল ছোটআঁচড়া থেকে এক নারী শরীরে বিশেষ কায়দায় মুড়িয়ে ফেনসিডিল বহন করে যশোরের উদ্দেশ্যে যাবে। তাৎক্ষণিক একটি টিম বেনাপোল বাজারের গ্রিনলাইন কাউন্টারের সামনে অবস্থান নেন। কিছু সময় পর ওই নারী ভ্যানযোগে আসছিলেন। এসময় ভ্যান থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার শরীরে বিশেষ কায়দায় ফেনসিডিল রয়েছে।

এ ঘটনায় সুবেদার এবি সিদ্দিকি বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মফিজুর রহমান রুপাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার দিন রুপার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ডের আদেশ দেন।

মেসেঞ্জার/জামাল/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700