ঢাকা,  মঙ্গলবার
০৭ মে ২০২৪

The Daily Messenger

নলকুপের পাইপে আটকা পড়া প্রতিবন্ধী যুবককে মৃত অবস্থায় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ২৬ এপ্রিল ২০২৪

নলকুপের পাইপে আটকা পড়া প্রতিবন্ধী যুবককে মৃত অবস্থায় উদ্ধার

ছবি : মেসেঞ্জার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পূর্ব নেমাজপুর গ্রামে মাঠের মধ্যে থাকা একটি পরিত্যাক্ত গভির নলকুপের পাইপের মধ্যে পড়ে আটনা পড়া যুবক রনি বর্মনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছিল। বিকাল সোয়া ৪ টার দিকে রনির নিথর দেহ উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, বিএমডিএর গভির নলকুপটি পানির স্তর নিচে নেমে যাওয়ায়, নতুন করে আরেকটি গভির নলকুপ কিছুদিন আগে বসানো হয়, ফলে আগেরটি পরিত্যাক্ত হয়ে পড়ে ছিলো। ওই পরিত্যাক্ত নলকুপের পাইপের মধ্যেই পড়ে যায় রনি বর্মন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান জানান, প্রায় ঘন্টা বেশি সময়ের চেষ্টায় বিকাল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রনি বর্মনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখন পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

মানসিক প্রতিবন্ধী যুবক রনি বর্মন গভির নলকুপের ওই এলাকায় ঘুরাঘুরি করত। আজ সকালে পরিত্যাক্ত গভির নলকুপের পাইপের কাছে গেলে, পড়ে যায়।

এসময় মাঠের কয়েকজন কৃষক ওই নলকুপের কাছে পানি খাওয়ার জন্য এসেছিলো। তারা ছেলেটির কান্নার আওয়াজ শুনে সবাইকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘন্টার ব্যবধানে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মেসেঞ্জার/নাহিদ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700