ঢাকা,  রোববার
১২ মে ২০২৪

The Daily Messenger

মসিকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা শনাক্তকরণ কার্যক্রম

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ২৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৮:৫১, ২৮ এপ্রিল ২০২৪

মসিকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা শনাক্তকরণ কার্যক্রম

ছবি : মেসেঞ্জার

ডেঙ্গু প্রতিরোধে রোববার থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এডিস মশার লার্ভা সনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সকালে আর কে মিশন রোড এলাকায় একটি নির্মানাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ এবং খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ভবন মালিককে প্রাথমিক ভাবে সচেতন করেন।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ কে দেবনাথ জানান, কোন নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা জরিমানার আওতায় আনা হবে। সিটি কর্পোরেশনের এই অভিযান চলমান থাকবে।

একই সময় সাধারণ জনগণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন এবং তিন দিনের বেশি কোথাও যেন পানি জমে না থাকে সেই বিষয়ে নাগরিকগণদের সচেতন করেন।

মেসেঞ্জার/কালাম/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700