ঢাকা,  সোমবার
২৭ মে ২০২৪

The Daily Messenger

রংপুরের দুই উপজেলায় ২৭ প্রার্থীর মধ্যে ২১ জনই আওয়ামী লীগের

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:০২, ৬ মে ২০২৪

রংপুরের দুই উপজেলায় ২৭ প্রার্থীর মধ্যে ২১ জনই আওয়ামী লীগের

ছবি : মেসেঞ্জার

বুধবার ( মে) অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে রংপুরে কাউনিয়া এবং পীরগাছায় তিনটি করে পদের বিপরীতে ২৭ জন প্রার্থীর মধ্যে ২১ জনই আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবী ধরা।

বিপরীতে পীরগাছা উপজেলায় তিনটি পদে তিনজন জাতীয় পার্টি প্রার্থীর থাকলেও তারা লাঙ্গল প্রতীক নেন নি। স্বতন্ত্র প্রতীকেই তারা নির্বাচন করছেন। কাউনিয়াতে জাতীয় পার্টির একজনও নেই।

বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগে একাধিক প্রার্থী থাকায় প্রভাব বিস্তার সহিংসতার মাত্রা বাড়াবে। ফাঁকে সুযোগ নিবে অন্যরা।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য মতে, কাউনিয়ায় কাউনিয়া উপজেলা নির্বাচন নিয়ে এবার শুরু থেকেই উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এখানকার মাঠে থাকা ১৩ প্রার্থীর মধ্যে ১০ জনই আওয়ামী লীগের। এর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থী দুজনই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী।

দীর্ঘ দিন ধরে এই তাদের মধ্যে প্রকাশ্য বিরোধের পাশাপাশি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঈদ শুভেচ্ছা অনুষ্ঠারে শ্লোগান দেয়া নিয়ে খুনের ঘটনায় বাদি-বিবাদী পক্ষ করা। ফলে এই নির্বাচনে সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের।

তথ্য মতে, কাউনিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে মাঠে থাকা জনের মধ্যে দুজনই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী। একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। অপরজন জেলা সদস্য ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

তাদের মধ্যে আছে প্রকাশ্য বিরোধ। তারপরেও নিজেদের পক্ষেই দলীয় সমর্থনের আশা তাদের। বিপরীতে আছে নির্দলীয় কর আইনজীবি হুমায়ুন কবির মুকুল। হেভিওয়েটদের ওয়েট কমিয়ে দিতে চান তিনি।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মাঠে দাবড়িয়ে বেড়ানো জনের মধ্যে মাহমুদুল হাসান পিন্টু কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক, মনজুদার রহমান মিলন জেলা কৃষকলীগের সদস্য, সুশান্ত সরকার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং শফিকুল ইসলাম জাহাঙ্গীর কবির আওয়ামী লীগের অঙ্গ-সহযোগি সংগঠনগুলোর নেতা। আরেকজন গনেশ কুমার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাঠে থাকা জনের মধ্যে সেলিনা খাতুন উপজেলা মহিলা লীগের সহ সভাপতি, রওশন আরা উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং রাবেয়া বেগমও মহিলা আওয়ামী লীগ নেত্রী। আর আঙ্গুরা খাতুন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান।

নির্বাচন পর্যবেক্ষণ বিশ্লেষন সংস্থা সুসাশনের জন্য নাগরিক সুজন বলছে, কাউনিয়ায় চেয়ারম্যান প্রার্থী দুই আওয়ামী লীগ নেতা দুই শিবিরে বিভক্ত। শুধু তাই নয়, সাবেক বাণিজ্যমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খুনের ঘটনায় এক পক্ষ বাদি-অপরপক্ষ বিবাদী।

দলীয় তদন্ত কমিটি হলেও বিরোধ নিরসন হয়নি এখনও। তাই এই নির্বাচনকে ঘিরে মাঠের পরিবেশ নিয়ে উত্তেজনা চলমান। প্রশাসনকে চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন সুষ্ঠু করতে হবে।

নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যমতে একটি পৌরসভা টি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডের ৯৩ টি ভোট কেন্দ্রের ৫১৭টি স্থায়ী এবং ১৮ টি অস্থায়ী ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

হিজরাসহ এখানে ভোটার সংখ্যা লাখ ৪০ হাজার ৫৪৩ জন। এরমধ্যে পুরুষ লাখ ৫০৯ এবং মহিলা লাখ হাজার ৩২ জন ভোটার রয়েছেন।

পীরগাছা: পীরগাছা উপজেলা নির্বাচনে টি পদে লড়াইয়ের মাঠে থাকা ১৪ প্রার্থীর মধ্যে ১০ জনই আওয়ামী লীগের। বাকীদের জন জাতীয় পার্টি, জন বিএনপির উম্মুক্ত হলেও কেউই নেননি দলীয় প্রতিক। একাধিক প্রার্থী হলেও বিজয়ে সমস্যা দেখছে না আওয়ামী লীগ। আর একাধিক প্রার্থী থাকার সুবিধা নিয়েই বিজয়ের স্বপ্ন দেখছে জাতীয় পার্টি।

নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, পীরগাছা উপজেলা নির্বাচনে মাঠে থাকা চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জনই আওয়ামীলীগের প্রথম সারির নেতা। তছলিম উদ্দিন চৌধুরী উপজেলা সভাপতি, আব্দুল্লাহ আল মিলন সাধারণ সম্পাদক, মনোয়ারুল ইসলাম মাসুদ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।

এখানে যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক মিলনের মনোনয়ন বৈধ হলেও তিনি প্রত্যাহার করে নিয়েছেন। এর বিপরীতে জাতীয় পার্টির সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু নাছের শাহ মোঃ মাহবুবার রহমান। বিগত সময়ে নির্বাচনে প্রার্থী হওয়াসহ নেতাকর্মীদের বড় অংশ সাথে থাকার দাবি নিয়ে বিজয়ী হওয়ার নানা যুক্তি আওয়ামীলীগ নেতা মিলনের। আর একাধিক প্রার্থী থাকার সুবিধার পাশাপাশি নিজের দুর্ণীতিমুক্ত থাকার ইমেজে জয়ের আশা জাপা প্রার্থী মাহবুবের।

ভাইস চেয়ারম্যান হিসেবে মাঠে থাকা জনের মধ্যে শাহ মোঃ শারেখ খন্দকার জয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও আব্দুর রহিম জাতীয় ছাত্র সমাজের সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক এবং ফরহাদ হোসেন অনু বিএনপির যুগ্ম আহবায়ক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জনের মধ্যে জনই উপজেলা মহিলা আওয়ামীলীগের শীর্ষসহ বিভিন্ন পর্যায়ের নেত্র। এরা হলেন শারমীন আখতার, ইসরাত জাহান, জরিনা বেগম, তানজিনা আফরোজ মাহমুদা খাতুন। এখানেও জাতীয় পার্টির একক প্রার্থী দলটির পীরগাছা শাখার মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা বেগম।

নির্বাচন বিশ্লেষক সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন, রংপুর মহানগর শাখার সভাপতি ফখরুল আনাম বেঞ্জু মনে করেন, উম্মুক্তভাবে স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকায় সুযোগ নিবে অন্যরা।

নির্বাচন অফিস জানিয়েছে পীরগাছা উপজেলায় জন হিজড়াসহ লাখ ৮১ হাজার ৬৯৮ ভোটারের জন্য ১১৩ টি স্থায়ী ৭০ টি অস্থায়ী কেন্দ্রের ৭৬০ টি কক্ষে ভোট গ্রহন হবে। এরমধ্যে লাখ ৩৯ হাজার ১৬৭ পুরুষ লাখ ৪২ হাজার ৫২৮ জন মহি লা ভোটার রয়েছেন।

মেসেঞ্জার/মাজহারুল/আপেল

Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 768