ঢাকা,  বুধবার
০১ মে ২০২৪

The Daily Messenger

‘রূপান্তর’ নাটক নিয়ে বিতর্ক, বয়কটের ডাক

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ১০:৩৯, ১৮ এপ্রিল ২০২৪

‘রূপান্তর’ নাটক নিয়ে বিতর্ক, বয়কটের ডাক

‘রূপান্তর’ নাটকে চিত্র। ছবি : সংগৃহীত

এবার ঈদুল ফিতরে পাঁচ শতাধিক নাটক প্রচার হলেও এখনো কোনো নাটক নিয়ে তেমন আলোচনা শোনা যায়নি। তবে, রাফাত মজুমদার রিংকুর ‘রূপান্তর’ শিরোনামের নাটকটি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। ১৫ এপ্রিল সন্ধ্যায় একান্ন মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় নাটক রূপান্তর। প্রকাশের পর থেকেই নাটকটিকে ঘিরে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সৃষ্টি হয় সমালোচনার। শেষ পর্যন্ত নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। নাটক সরিয়ে নিলেও নেটিজেনদের রোষানলে পড়েছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু, অভিনেতা ফারহান আহমেদ জোভান ও স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটন। 

নেটিজেনরা বলেন, সোশ্যাল মিডিয়ার অনেকেই মনে করছেন রূপান্তর নাটকে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। এর ফলে সমাজে বিরূপ প্রভাব পড়বে বলে দাবি করছেন তাঁরা। অনেকে আবার বলছেন, এমন নাটক নির্মাণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন সংশ্লিষ্টরা, যেটা মোটেও কাম্য নয়। এমন নাটক যেন ভবিষ্যতে নির্মাণ না হয় সেই দাবিতে অভিনেতা জোভান, নির্মাতা রিংকু ও স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটনকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ।  

তবে নির্মাতার দাবি, নাটকের বক্তব্য অনেকে বুঝতে পারেননি। নির্মাতা ও অভিনেতার মতে, নতুন কিছু করার প্রয়াস থেকেই নির্মিত হয়েছে রূপান্তর। নির্মাতা রিংকু বলেন, ‘এ নাটকে আমি কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চাইনি। একজন একা মানুষের গল্প বলার চেষ্টা করেছি। যে মানুষটা হরমোনের জটিলতায় ভুগছে। এটা তো একধরনের শারীরিক জটিলতা, যেখানে কারোর হাত নেই। অথচ সেই বিষয়টিকে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ও হতাশ। এই সরল গল্পটি যদি আমরা না গ্রহণ করি, তাহলে নতুন গল্প বলব কেমন করে?’

এদিকে জোভান বলেন, ‘নাটকটি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। কিন্তু অবাক হচ্ছি, অনেকে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। বিষয়টি কাম্য নয়। দর্শকেরাই তো বলেন, একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেখে নাকি তাঁরা বিরক্ত। ভিন্নতা আনতেই চরিত্রটিতে অভিনয় করেছিলাম। যাহোক, এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাচ্ছি না। দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিক বক্তব্য জানাব।’

নেটিজেনদের সমালোচনার জের ধরে লিখিত বিবৃতি দিয়েছে নাটকটির স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটন। এ বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নাটকের বিষয়বস্তু সম্পর্কে অবহিত না করেই ওয়ালটনের স্পনসর ব্যবহার করেছে বিজ্ঞাপনী সংস্থা। এই কারণে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি সেই বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে ওয়ালটন। একই সঙ্গে বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।’

উল্লেখ্য, রূপান্তর নাটকের প্রধান চরিত্র সৌরভে  অভিনয় করেছেন জোভান আর রিমঝিম চরিত্রে সামিরা খান মাহি। আরও আছেন সাবেরী আলম, সমাপ্তি মাসুক প্রমুখ।‘রূপান্তর’ নাটকটি নিয়ে বিতর্ক নির্মাতা, অভিনেতা ও স্পন্সর প্রতিষ্ঠানকে বয়কটের ডাক

মেসেঞ্জার/ফারিয়া

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700