ঢাকা,  শুক্রবার
১৭ মে ২০২৪

The Daily Messenger

কিংবদন্তি মার্কিন গিটারিস্ট ডুয়ান এডির মৃত্যু

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ১৬:৩৮, ২ মে ২০২৪

কিংবদন্তি মার্কিন গিটারিস্ট ডুয়ান এডির মৃত্যু

ছবি : সংগৃহীত

কিংবদন্তি মার্কিন গিটারিস্ট ডুয়ান এডি মারা গেছেন। গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসিতে এডির মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।

বিবিসি জানিয়েছে, ক্যানসারে ৮৬ বছর বয়সী এই গিটারিস্টের মৃত্যু হয়েছে। এডিকে রক অ্যান্ড রোলের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে মনে করা হয়।

ডুয়ান এডি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ইন্সট্রুমেন্টাল হিট উপহার দেন। তিনি ১৯৮৬ সালে নিজের গান ‘পিটার গান’-এর রিমেক দিয়ে আবার চার্টে জায়গা পান।

স্বতন্ত্র শৈলীর জন্য এডিকে ‘কিং অব টোয়াং’ বলা হতো। তিনি ১৯৯৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। এডি তাঁর অবিস্মরণীয় স্বাক্ষর ‘টোয়াং’ শব্দের মাধ্যমে বিশ্বজুড়ে গিটারিস্টদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।

এডি ১৯৩৬ সালে নিউইয়র্কের কর্নিংয়ে জন্ম গ্রহণ করেন। তিনি অল্প বয়সে গিটার বাজাতে শুরু করেন। তাঁর স্বতন্ত্র শব্দ দ্য বিটলস থেকে ব্লন্ডি পর্যন্ত শিল্পীদের অনুপ্রাণিত করেছিল। গ্র্যামিজয়ী এই শিল্পীর সাত দশকের ক্যারিয়ারে ১০ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়।

মেসেঞ্জার/তারেক

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770