ঢাকা,  বুধবার
১৫ মে ২০২৪

The Daily Messenger

যুক্তরাষ্ট্রই পারে রাফাহ অভিযান ঠেকাতে: আব্বাস

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ২৯ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রই পারে রাফাহ অভিযান ঠেকাতে: আব্বাস

ছবি : সংগৃহীত

রাফাহতে ইসরায়েলের হামলা একমাত্র যুক্তরাষ্ট্র ঠেকাতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

রোববার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তিনি বলেন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে গাজার সীমান্ত নগরী রাফাহতে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে। এই আক্রমণ কয়েক দিনের মধ্যে হতে পারে জানিয়ে তার আশঙ্কা, এই হামলা ফিলিস্তিনি জনসংখ্যার বেশিরভাগকে ভূখণ্ডটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করতে পারে।

রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, ইসরায়েলকে রাফাহতে হামলা না করার জন্য বলুন। আমেরিকাই একমাত্র দেশ যারা ইসরায়েলকে এই অপরাধ থেকে বিরত রাখতে সক্ষম।

আব্বাস বলেন, রাফাহতেছোট হামলাহলেও সেটি ফিলিস্তিনি জনগণকে গাজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করবে। তার ভাষায়, ‘তখন ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটবে।

আব্বাস পুনর্ব্যক্ত করেন, তিনি জর্ডান এবং মিসরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হিসেবে পাঠিয়ে দেওয়াকে মানবেন না। তিনি বলেছেন, ইসরায়েল একবার গাজায় তাদের অভিযান শেষ করলে তারা (ইসরায়েল) ফিলিস্তিনি জনগণকে অধিকৃত পশ্চিম তীর থেকে জর্ডানে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং এতে তিনি উদ্বিগ্ন।

মেসেঞ্জার/ফামিমা

dwl

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 770